আপনজন ডেস্ক: কলকাতায় যেভাবে করোনা ভাইরাস থাবা বসাচ্ছে তার মোকাবিলায় এক প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ও কলকাতা পুরসভা। এবার থেকে কলকাতায় যত থানা এলাকা আছে সেখানে যাতে ডাক্তারের সংকট না হয় তার জন্য নির্দিষ্ট ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে। ওই সব ডাক্তারদের নাম ও ফোন নাম্বার সহ তালিকা পুলিশ কমিশনার অনুজ শর্মার কাছে জমা দিয়েছেন আইএমএ-র সভাপতি তথা সাংসদ ডা. শান্তনু সেন। কলকাতা পুরসভার প্রশাসক ফিরহাদ হাকিম, স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এ বিষয়ে এক বৈঠকে বসেছিলেন ডা. শান্তনু সেন। সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন উদ্যোগে কলকাতা পুরসভা এলাকা বর্তমান সংকটময় পরিস্থিতিতে ডাক্তার নিয়োজিত করা হয়েছে। যে কারো জরুরি চিকিৎসার প্রয়োজন পড়লে ওই সব ডাক্তাররা চিকিৎসা করবেন। প্রায় ৬২টি থানা এলাকায় প্রত্যেকটিতে কমপক্ষে দুজন ডাক্তারের ব্যবস্থা করা হয়েছে।