আপনজন ডেস্ক: মুসলিমদের কাছে পবিত্র ব্যক্তিত্ব হযরত মুহাম্মদ সা.-এর নামে কুরুচিপূর্ণ মন্তব্য ফেসবুকে করাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে বেঙ্গালুরু শহর। মুসলিমদের বিক্ষোভ উত্তাল আকার ধারন করলে পুলিশের গুলিতে তিনজনের মৃত্যু হয়। উন্মত্ত জনতা কংগ্রেস বিধায়ক আর অখন্ড শ্রীনিবাস মূর্তির বাড়ি ভাঙচুর করে। অভিযোগ, তার ভাইপো ফেসবুকে মুসলিমদের কাছে পবিত্র ঈশ্বরের দূত হযরত মুহাম্মদ সা.-এর নামে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। উন্মত্ত জনতা বহু সরকারি সম্পত্তি ভাংচুর করে ও আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দল এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত বলে অভিহিত করে। কর্ণাটকের বিজেপি সরকার উত্তরপ্রদেশ সরকারের কায়দায় সরকারি সম্পত্তি নষ্টে অভিযুক্তদের কাছ থেকে জরিমানা আদায়ের কথা ঘোষণা করেছে। সেই তৎপরতা শুরু হয়ে গেছে। পুলিশ সূত্র জানিয়েছে, ডি যে হাললি ও কেজি হাললি থানায় মোট ৩০০ জনের নামে গন্ডগোলে জড়িত থাকার অভিযোগে দায়ের করা হয়েছে। এদের মধ্যে ১৬জনের নামে দুটি থানায় সত্যি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এরা সবাই এসডিপিআই দলের সদস্য। এমনকি ওই ১৬ জনের নাম সংবাদ মাধ্যমের কাছে প্রকাশ করে দিয়েছে। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকায় ওই ১৬ জন অভিনযুক্তের নাম প্রকাশিত হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct