আপনজন ডেস্ক: করোনা সংক্রমণের কারণে দেশজুড়ে কর্মসংস্থানে মন্দা। কি সরকারি, কি বেসরকারি সব ক্ষেত্রেই এই প্রতিবন্ধকতা। তবু রাজ্য সরকারের তরফে নিয়োগ পরীক্ষা বন্ধ করা হচ্ছিল না। রাজ্য সরকারের কর্মচারী নিয়োগ করে থাকে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। তারা ক্রমান্বয়ে বিভিন্ন রাজ্য সরকারের চাকরি পরীক্ষার ফল যেমন প্রকাশ করছিল, তেমনি পরবর্তী ধাপের নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করেছিল। কিন্তু করোনা সংক্রমণের কারনে লকডাউন চলায় ৩ সেপ্টেম্বর থেকে পরবর্তী দিনগুলিতে যে সব নিয়োগ পরীক্ষা নির্দিষ্ট ছিল তা অনির্দিষ্টকালের কালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে পাবলিক সার্ভিস কমিশনের তরফে এক নোটিশে বলা হয়েছে, ৩ সেপ্টেম্বর থেকে সব নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর কারণ হিসেবে যানবাহন না চলা ও ট্রেন চলাচল বন্ধকেই কারণ হিসেবে দেখানো হয়েছে।
উল্লেখ্য, পাবলিক সার্ভিস কমিশন গত ৪ আগস্ট পরিমার্জিত নিয়োগ পরীক্ষার তালিকা প্রকাশ করেছিল। তাতে দেখা গেছে, শুধু সেপ্টেম্বর মাসেই ১৫টি ক্ষেত্রে নিয়োগ পরীক্ষার দিন নির্ধারিত ছিল। সেপ্টেম্বরের প্রথমে যেমন পরিবহন দফতরে নিয়োগ পরীক্ষা ছিল তেমনি একেবারে সেপ্টেম্বরের শেষে ছিল ক্লার্কশিপের মেইন পরীক্ষা। কিছুদিন আগে রাজ্য সরকারের ক্লার্কশিপের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয়। ক্লার্কশিপের পরবর্তী মেইন পরীক্ষা ২৭ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। কার্যত সেই পরীক্ষা হচ্ছে না। ফলে হতাশ পরীক্ষার্থীর। লকডাউন না উঠলে আর রেল সহ যানবাহন স্বাভাবিক না হলে যে রাজ্য সরকারের নিয়োগ পরীক্ষা এখন হবে না তা তারা বিলক্ষণ বুঝতে পারছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct