আপনজন ডেস্ক: সাচার রিপোর্ট প্রকাশিত হওয়ার পর সমাজবিদরা ভেবেছিলেন দেশের সংখ্যালঘুদের আর্থ সামাজিক ও শিক্ষায় উন্নতি হবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্ট্যাটিস্টিকাল অফিস যে এনএসও রিপোর্ট পেশ করেছে তাতে দেখা যাচ্ছে শিক্ষায় সংখ্যালঘুদের পরিস্থিতি এসসি, এসটিদের থেকেও করুণ। এনএসও রিপোর্ট বলছে, মুসলিমদের পুরুষদের মধ্যে শিক্ষিতের হার ৮৬.৬ শতাংশ। যদিও মেয়েদের হার ৬৮.৮ শতাংশ। তবে অন্যান্য ধর্মগোষ্ঠীর মানুষরা কিন্তু অনেক এগিয়ে। খ্রিস্টানদের পুরুষরা ৮৮.২ শতাংশ ও মেয়েরা ৮২.২ শতাংশ শিক্ষিত।
বিভিন্ন বয়সিদের মুসলিমদের মধ্যে স্কুলে শিক্ষার জন্য উপস্থিতির হার কম এসসি, এসটি, ও সি, শিখ, খ্রিস্টান ও হিন্দুদের তুলনায়। আপার প্রাইমারিতে মুসলিম পড়ুয়াদের মধ্যে একমাত্র ৯০ শতাংশের কম উপস্থিতির হার স্কুলে। মুসলিমদের সেকেন্ডারি স্তরে গড় উপস্থিতির হার ৭১.৯ শতাংশ যা এসসি, এসটিদের থেকে কম। এমনাকি উচ্চ শিক্ষার দলিতদের যেখানে গড় উপস্থিতির হার ৫২.৮ শতাংশ সেখানে মুসলিমদের হার ৪৮ শতাংশ।
সাধারণ শিক্ষা না নেওয়ার জন্য নাম নথিভুক্ত না করার তালিকায়ও শীর্ষে মুসলিমরা। যুবকদের মধ্যে ১৭ শতাংশ এনরোলমেন্ট করে না এস, এসসিদের তুলনায় বেশি।