আপনজন ডেস্ক: প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ব্রেন সার্জারি হওয়ার পর তিনি ছিলেন ভেন্টিলেশনে। একদিকে করোনা আক্রান্ত অন্যদিকে ব্রেন অপারেশন দুটো ব্যাপারেই উদ্বিগ্ন সারা দেশ। খানিকটা স্বস্তি দিয়েছিল যখন প্রণব পুত্র অভিজিৎ মুখার্জি জানান, তার বাবা জীবিত আছেন। তার মেয়ে শর্মিষ্ঠা মুখার্জিও বলেচিকেন গুজবে কান দেবেন না। কিন্তু যে হাসপাতালে ভর্তি প্রাক্তন রাষ্ট্রপতি সেই আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালের তরফে বৃহস্পতিবার জানিয়ে দেওয়া হল প্রণব মুখার্জি এখন গভীর কোমায় চলে গেছেন। যদিও তাকে এখনো ভেন্টিলেটরে রাখা হয়েছে। হাসপাতাল সূত্র জানিয়েছে, প্রণব বাবু ১০ আগস্ট ভর্তি হয়েছিলেন। তার পর তার ব্রেনে যে রক্ত জমাট ছিল তা অপারেশন করা হয়। এরপর তাকে ভেন্টিলেটরে রাখা হয়। উল্লেখ্য, ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত দেশের রাষ্ট্রপতি পদে আসীন ছিলেন প্রণব মুখার্জি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct