আপনজন ডেস্ক: বহু ক্ষেত্রে দেখা যায় রোগীদের চিকিৎসার জন্য ডাক্তারের দেওয়া প্রেসক্রিপশনে ওষুধের পড়তে পারেন না দোকানদারেরা। তার কারণ হল বাজে হাতের লেখা। সেই দিন এবার শেষ হতে চলেছে, এক মামলায় ওড়িশা হাইকোর্টের বিচারপতি এস যে পানিগ্রহী সংশ্লিষ্ট রাজ্যকে নির্দেশ দিয়েছেন চিকিৎসকরা যেন ক্যাপিটাল অক্ষরে প্রেসক্রিপশন লেখেন। অনেক ক্ষেত্রে প্রেসক্রিপশনে ওষুধের নাম পড়াই যায় না।
এদিন এক মামলার শুনানিতে জামিন পাওয়ার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন জমা দেওয়া হয়। বিচারপতি ডাক্তারের হাতের লেখা পড়তে না পেরে ক্ষুব্ধ হন। তখন এই নির্দেশ দেন। যদিও ২০১৬ সালে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া এক নির্দেশে বলেছিল সমস্ত ডাক্তারদের প্রেসক্রিপশনে লিখতে হবে ওষুধের জেনেরিক নাম। আর তা ক্যাপিটাল অক্ষরের লেখা আবশ্যক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct