২৫ বছর পর আবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে গেল পিএসজি। ৮৯ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও অন্তিম তিন মিনিটে আটালান্টাকে ২-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল ফরাসি এই ক্লাব।নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে পিএসজিকে সমতায় ফেরান মার্কিনিয়োস।অতিরিক্ত সময়ের গোলে দলকে এক অবিশ্বাস্য জয় এনে দেন এরিক মাক্সিম চুপো-মোটিং।
বুধবার রাতে পর্তুগালের লিসবনে লিগের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠল পিএসজি।১৯৯৫ সালে শেষবারের মতো তাদের দেখা গেছে এই লিগের সেমিফাইনালে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো লিগের সেমিতে উঠল পিএসজি। ৮৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট হাতছাড়া হয় আটালান্টার।
ম্যাচের শুরু ২৬ মিনিটের মাথায় জাপাতার পাস থেকে গোল করে আটালান্টাকে এগিয়ে দেন পাসালিচ। এর দুই মিনিট পরই সুযোগ পান নেইমার। তবে ২০ গজ দূর থেকে তার জোরালো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।প্রথমার্ধে আর কোনও গোল হয়নি। দ্বিতীয়ার্ধের প্রায় পুরো সময়টায় ম্যাচের রাশ আটালান্টা নিজের দখলে রাখে । তবে শেষ বাঁশি বাজার ঠিক আগের মুহূর্তে জোড়া গোল করে বসে প্যারিস সাঁ-জা। ম্যাচের ৯০ মিনিটে নেইমারের পাস থেকে গোল করেন মার্কিনহোস। এর পর ম্যাচের অতিরিক্ত সময়ে (৯০+৩ মিনিট) এমবাপের পাস থেকে প্যারিসের হয়ে জয়সূচক গোল করেন চোউপো-মটিং।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct