আপনজন ডেস্ক: রাজ্য সরকারের সঙ্গে বাস ভাড়া নিয়ে বেসরকারি সংস্থাগুলির সঙ্গে সমঝোতা হলেও ট্যাক্সি সংগঠনের সঙ্গে হয়নি। তাই ভাড়া বৃদ্ধি সহ একগুচ্ছ দাবিতে এবার আগামী ৭ সেপ্টেম্বর ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল বিভিন্ন ট্যাক্সি ইউনিয়ন।
কংগ্রেসের শ্রমিক সংগঠন এ আই টি ইউ সি এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কো অর্ডিনেশন কমিটি এক বিবৃতিতে জানিয়েছে ট্যাক্সি ভাড়া বৃদ্ধি, ট্যাক্সি চালকের স্বাস্থ বীমা, কোভিড সুরক্ষা কিট সহ এক্গুচ্ছ দাবিতে আগামী ৭ সেপ্টেম্বর ২৪ ঘণ্টার ট্যাক্সি ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ব্যাপারে ট্যাক্সি চালক সংগঠনের পক্ষে এআইটিইউসি নেতা নওয়ল কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, ওইদিন আই টি ইউ সি এবং ওয়েস্ট বেঙ্গল ট্যাক্সি অপারেটর কোঅর্ডিনেশন কমিটির নিয়ন্ত্রণে থাকা প্রায় ২২ হাজার ট্যাক্সি পথে নামবে না। এ ছাড়া একই দাবিতে সেদিন ওলা উবের সহ আরও প্রায় দেড় হাজার গাড়ি পথে নামবে না। এই ধর্মঘট ট্যাক্সি ও স্মার্ট ক্যাব চালক সংগঠনএর। সেদিন বেলা ১২ টা থেকে বিকেল ৩ টে পর্যন্ত আর এন মুখার্জি রোডে পরিবহণ ভবনের সামনে আইন অমান্য কর্মসূচি নেওয়া হয়েছে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct