রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন করোনা প্রতিরোধক ভ্যাকসিনের ব্যবহারের ঘোষণা করে মঙ্গলবার দাবি করেছিলেন তারাই প্রথম করোনা ভ্যাকসিন এনেছেন। যদিও এর যথার্থতা নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে। ট্রায়াল হিসেবে তা প্রয়োগ করা হয় পুতিন কন্যাকে। কবে রাশিয়া জানিয়েছে, আগামী মাসে থেকে গণহারে এই ভ্যাকসিনের উৎপাদন শুরু হবে। আর অক্টোবর থেকে সাধারণের জন্য মিলবে। এই ভ্যাক্সিনটি তৈরি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক ও গামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট যৌথভাবে।
অন্যদিকে রাশিয়া তাদের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের পর এবার অন্যান্য যেসব দেশে ট্রায়াল শুরু হবে তার মধ্যে রয়েছে ভারতও। কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্র জানিয়েছে তাদের সঙ্গে এ ব্যাপারে রাশিয়ার কোনো কথা হয়নি।
উল্লেখ্য, স্পুটনিক ভি নামে এই ভ্যাকসিনের ট্রায়াল রাশিয়া সগুরু করেছিল গত১৭ জুন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct