আপনজন ডেস্ক: করোনার প্রভাবে ব্যাপকভাবে ধাক্কা খেল রেলওয়ে বোর্ড। ১৬৭ বছরের ইতিহাসে এই প্রথম টিকিট বুকিংয়ের তুলনায় বেশি টাকা ফেরত দিতে হয়েছে যাত্রীদের। এক আরটিআই সমাজকর্মীর আবেদনের ভিত্তিতে রেল জানিয়েছে, ২০২০-২১ বর্ষের প্রথম তিন মাসে কোভিড১৯ প্রবণতার কারণে ১০৬৬ কোটি টাকা ফেরত দিতে হয়েছে।
মধ্যপ্রদেশের আরটিআই সমাজকর্মী চন্দ্রশেখর গৌড় জানতে চেয়েছিলেন লকডাউনের প্রথম তিন মাসে রেলের যায় কত। তাতে রেল জানিয়েছে এপ্রিল মাসে ৫৩১.১২ কোটি, মে মাসে ১৪৫.২৪ কোটি ও জুন মাসে ৩৯০.০৬ কোটি টাকা ফেরত দিতে হয়েছে যাত্রীদের।
এ বিষয়ে রেলের মুখপাত্র ডি যে নারায়ণ জানিয়েছেন, টিকিট বুকিংয়ের যে মূল্য তার থেকে বেশি মূল্যের টাকা ফেরত দিতে হওয়ায় এই চিত্র ফুটে উঠেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct