আপনজন ডেস্ক: এবার কেন্দ্রীয় প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েকও করোনা আক্রান্ত হলেন। তিনি প্রতিরক্ষা দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে ছিলেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রীও। করোনা সংক্রমণ যখন দেশে প্রবলভাবে ছাড়িয়ে পড়ে সেই জুন মাসে তিনি অবশ্য দাবি করেছিলেন, যারা যোগা করেন তাদের করোনা হওয়ার সম্ভাবনা কম। তিনি দাবি করেছিলেন যোগা মানুষের ইমিউনিটি, শক্তি ও শ্বাসপ্রশ্বাসে যথেষ্ট সহায়ক। এমনকি করোনা প্রতিরোধে মহান শক্তি যোগায়। অবশেষে তিনিই করোনা আক্রান্ত হলেন। যদিও তিনি নিয়মিত যোগা করতেন কিনা তা অবশ্য জানাননি।
এই কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ নায়েক আজ বুধবার সন্ধ্যায় নিজেই তার করোনা পজিটিভ হওয়ার কথা জানান সোশ্যাল মিডিয়া ট্যুইটারে। তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে ঘরে আইসলেশনে রয়েছেন। সেই সঙ্গে অনুরোধ করেন, গত কয়েক দিন তাঁর সংস্পর্শে যারা এসেছেন তারা যেন করোনা টেস্ট করে প্রয়োজনীয় পদক্ষেপ নেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct