আপনজন ডেস্ক: করোনা সংক্রমণে যেভাবে মৃতের সংখ্যা বাড়ছে তাতে উদ্বিগ্ন সারা দেশ। একদিকে চিকিৎসক সঙ্কট, অন্যদিকে নার্স ও হাসপাতালের শয্যার অপ্রতুলতা। সব মিলিয়ে করোনা সংক্রমণের মোকাবিলায় প্রায় সব রাজ্যই নাকানিচোবানি খাচ্ছে।সেই সময় করোনা মোকাবিলায় দেশে কত চিকিসৎসক, নার্স দরকার তা বললেন বিশিষ্ট শল্য চিকিৎসক ডা. দেবী শেঠি। সোমবার কোভিড হেল্থ কেয়ার প্রফেশনালদের ভার্চুয়াল মিটিংয়ের উদ্বোধনকালে দেবী শেঠি বলেন, দেশে করোনা মোকাবিলায় এখন কমপক্ষে দেড় লাখ নার্স ও ৫০ হাজার যুবক ডাক্তার প্রয়োজন যারা আগামী এক বছর আইসিইউতে কঠোর পরিশ্রম করতে পারবেন।
দেবী শেঠি আরও বলেন, ডাক্তার নার্সদের সঙ্কট কাটাতে যারা চূড়ান্ত বর্ষের পড়ুয়া তাদেরকে লিখিত পরীক্ষা ছাড়াই উত্তীর্ণ করে দেওয়া দরকার যাতে আগামী একবছর তারা কাজ করতে পারে।তিনি বলেন, কোভিড ১৯ মোকাবিলায় উন্নতমানে আইসিইউ প্রয়োজন। এছাড়া, দেশে যে ৭৪০টি জেলা হাসপাতাল আছে সেগুলিকে মেডিক্যাল কলেজ করে দেওয়ার দাবি জানান। তাহলে করোনা মোকাবিলা সহজ হবে বলে মনে করেন ডা. দেবী শেঠি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct