ইসলামিয়া হাসপাতালের অগ্রগতি খতিয়ে দেখতে সেন্ট্রাল এভিনিউতে নির্মাণ স্থল পরিদর্শনে গেলেন কলকাতা পুরসভার প্রশাসক তথা পৌর ও নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম। উল্লেখ্য, ইসলামিয়া হাসপাতালের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ফিরহাদ হাকিম। হাসপাতাল নিয়ে আলোচনায় তার সঙ্গে ছিলেন ইসলামিয়া হাসপাতালের সেক্রেটারি তথা কলকাতা কর্পোরেশনের মেয়র পারিষদ সদস্য আমিরুদ্দিন ববি, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ নাদিমুল হক, পুবের কলম পত্রিকার সম্পাদক ও রাজ্যসভার প্রাক্তন সদস্য আহমদ হাসান ইমরান, এস এম হায়দার, ডা. এম এন হক, সাউদ আলম, উঃ ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা পশ্চিমবঙ্গ তৃণমূল মাদ্রাসা শিক্ষক সমিতির রাজ্য সভাপতি ও রাজ্য মাদ্রাসা শিক্ষা পর্ষদের সদস্য মাননীয় জনাব এ কে এম ফারহাদ সাহেব সহ বিশিষ্ট জনেরা।
ফিরহাদ হাকিম মহাশয় আশা প্রকাশ করেন অতি দ্রুত ইসলামিয়া হাসপাতাল মানুষের জন্য উৎসর্গ করা যায় সেই চেষ্টায চলছে। মরহুম সাংসদ সুলতান আহমেদ ইসলামিয়া হাসপাতালকে যে বিশাল স্বপ্ন দেখেছিলেন তা বাস্তবায়িত করতে এগিয়ে যাবেন বলে তিনি আশাপ্রকাশ করেন। এই ইসলামিয়া হাসপাতালকে অত্যাধুনিক করার পরিকল্পনা নেওয়ার কথা তিনি বলেন। ১০ তলা বিশিষ্ট এই হাসপাতাল সম্পুর্ন হলে গরিব রোগীদের সেবায় প্রভূত কাজে লাগবে বলে তিনি জানান। স্বাধীনতা পরবর্তীতে ইসলামিয়া হাসপাতালের যে ঐতিহ্য ছিল তা বজায় রেখে মানুষের সেবায় নিয়োজিত হবে। একদিন ইসলামিয়া হাসপাতাল কলকাতার গর্ব হয়ে উঠবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct