যারা বলছেন করোনা ভাইরাস দূরীকরণে গোমূত্র কিংবা গোবর সহায়ক, তাদের বিরোধিতা করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। রাজ্যপালের পদে আসীন হলেও এতদিন গোমূত্রের উপকারিতা নিয়ে সওয়াল করে এসেছিলেন্। বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য নেতা থেকে রাজ্যপালে উন্নীত তথাগত রায় ইংরেজি নিউজ পোর্টাল দ্য প্রিন্টের সঙ্গে এক সাক্ষাতকারে বলেছেন, গোমূত্র কিংবা গোবরের উপকারিতা নিয়ে দাবি অবৈজ্ঞানিক। কারণ, গোমূত্র বা গোবর করোনা প্রতিরোধে কথনও সক্ষম নয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান তথাগত রায় বলেন, আমাদের কিছু নেতা করোনা ভাইরাস প্রতিরোধে গোমূত্র কার্যকরী বলে দাবি করায় তা আমার হৃদয়কে আহত করেছে। আর যারা গরুর দুধের মধ্যে সোনার উপস্থিতি রয়েছে বলে দাবি করছেন তা হাসির বস্তু হয়ে দাড়িয়েছে। উল্লেখ্য, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ গরুর দুধের মধ্যে সোনা আছে বলে দাবি করেছিলেন। কার্যত তাকে নিশানা করে তথাগত রায় মন্তব্য করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct