আপনজন ডেস্ক: বছর পঁচিশ আগে পাশ করেছিলেন মাধ্যমিক। তারপর আর পড়াশোনা চালানো হয়নি। কিন্তু এখন যে মন্ত্রী। একটু লেখাপড়া না জানলে চলবে কি করে। তিনি যে আবার রাজ্যের শিক্ষামন্ত্রী। তাই ভর্তি হলেন একাদশ শ্রেণীতে। হ্যাঁ সত্যি। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন মন্ত্রিসভার সদস্য জাগরনাথ মাহাতো।
ঝাড়খণ্ডের গিরিডির দুমরি বিধানসভা কেন্দ্র থেকে ঝাড়খন্ড মুক্তি মোর্চার হয়ে নিতে মন্ত্রী হয়েছেন। মাহাতো নিজেই জানান, ১০ আগস্ট অর্থ্যাৎ গতকাল সমান বোকারো জেলার দেবী মাহাতো ইন্টার কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছেন। ১৯৯৫ সালে মাধ্যমিক পাস করেছেন। কিন্তু পারিবারিক কারণে আর পড়াশুনা চালানো সম্ভব হয়নি। কিন্তু মাধ্যমিক পাস হওয়ায় বিরোধীরা প্রশ্ন তুলছে একজন মাধ্যমিক পাস কি করে রাজ্যের শিক্ষামন্ত্রী হন। তাই ফের পড়াশুনা চালু করেছি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct