আপনজন ডেস্ক: জাতীয় শিক্ষানীতির বিরোধিতা করে এবার সরব হল অন্যতম।মুসলিম সংগঠন জামায়াতে ইসলামি হিন্দের পশ্চিমবঙ্গ শাখা। জামায়াতে ইসলামী হিন্দ কেন্দ্রের শিক্ষানীতিকে অগণতান্ত্রিক বলে অভিহিত করে এক পর্যবেক্ষণ ও পরামর্শ পেশ করেছে রাজ্য সরকারের কাছে। জামাআতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে সেই পর্যবেক্ষণ ও পরামর্শ সম্বলিত প্রস্তাব রাজ্য সরকার কর্তৃক গঠিত ছয় সদস্যের পর্যবেক্ষণ কমিটির হাতে তুলে দিয়েছে। এই পর্যবেক্ষণ কমিটিতে রয়েছেন সাংসদ সৌগত রায়, প্রফেসর সুরঞ্জন দাস, উপাচার্য যাদবপুর বিশ্ববিদ্যালয়, সব্যসাচী রায় চৌধুরী, উপাচার্য রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, সিলেবাস কমিটির চেয়ারম্যান প্রফেসর অভীক মজুমদার, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি, শিক্ষাবিদ ড. পবিত্র সরকার প্রমুখ। জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার শিক্ষা সেলের সহকারী সম্পাদক আব্দুল আজিজ সাহেবের নেতৃত্বে প্রফেসর সৌগত রায়ের হাতে এই কপি তুলে দেওয়া হয়। তার সঙ্গে ছিলেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য শাদাব মাসুম, রাজ্য জনসংযোগ বিভাগের সহকারি সুজাউদ্দিন আহমেদ সাহেব প্রমুখ।