এবারের এশিায়া কাপে মুখোমুখি হতে দেখা যাবে ভারত-পাকিস্তানকে। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেট যুদ্ধ দেখতে মুখিয়ে থাকেন ক্রিকেটপ্রেমীর। কিন্তু তার আগেই বেঁধেছে বিপত্তি। জানা গিয়েছে, এশিয়া কাপের সময়সূচি পরিবর্তন করতে চাইছে ভারত। কারণ সূচি অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর হবে ভারত-পাকিস্তানের খেলা। এ গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন ১৮ সেপ্টেম্বর খেলা আছে ভারতের। পর পর দুদিন ৫০ ওভারের ম্যাচ খেলা বেশ কঠিন। তাই স্বভাবতই এই সূচির পরিবর্তন চায় ভারত। সব কিছু বিবেচনায় নিয়ে ভারত-পাকিস্তান যুদ্ধের সূচি পরিবর্তনের কথা ভাবছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল-এসিসি। কারণ সূচির সমস্যার কারণে যদি ভারতের মতো দল এশিয়া কাপে না খেলে তাহলে কাপের উত্তেজনা হারাবে। আর আর্থিক ক্ষতি তো আছেই। ১৫ সেপ্টেম্বর দুবাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপ। ফাইনালি লড়াই হবে ২৮ সেপ্টেম্বর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct