আপনজন ডেস্ক: তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর সচিবালয় ভেঙে নতুন করে গড়ে তোলা হচ্ছে। কিন্তু সেটা করতে গিয়ে সচিবালয় চত্বরে থাকা দুটি মসজিদ ও একটি মন্দির ভেঙে ফেলতে হয়। এ নিয়ে টিআরএস সরকারের কম সমালোচনা শুনতে হয়নি। এবার এই নিয়ে মামলা হল সুপ্রিম কোর্টে। আর্জি জানানো হয়েছে নতুন গড়ে তোলা তেলেঙ্গানা মুখ্যমন্ত্রীর সচিবালয় চত্বরে যেন দুটি মসজিদ ও মন্দির ফের গড়ে দেওয়া হয়।
এ ব্যাপারে খাজা আইজাজুদ্দিন নামে এক ব্যক্তি সুওরিম কোর্টে এক জনস্বার্থ মামলা করেছেন। তাতে তিনি বলেছেন ২৫ একর এলাকা জুড়ে সচিবালয় তৈরি হচ্ছে। এর এ ব্লকে ছিল নাল্লা পচাম্মা মন্দির। আর সি ব্লকে ছিল দফাতিয়ে মুহাম্মদী মসজিদ ও ডি ব্লকে ছিল মসজিদে হাশমি। সেগুলোই ওই স্থানে ফের করে দেওয়ার আর্জি জানানো হয়েছে সুপ্রিম কোর্টে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct