আপনজন ডেস্ক: যে দশটি রাজ্যে করোনার প্রবল দাপট সেই রাজ্যগুলি যদি করোনাকে বাগে আনতে পারে তাহলে দেশ করোনা যুদ্ধে জয়ী হবে। মঙ্গলবার মুখ্যন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল মিটিংয়ে এই আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।ভার্চুয়াল মিটিংয়ে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, মহারাষ্ট্র, পঞ্জাব, বিহার, গুজরাত, তেলঙ্গানা এবং উত্তরপ্রদেশ—এই ১০ রাজ্যের মুখ্যমন্ত্রী।
দেশে করোনা সংক্রমণ কোনোভাবেই রোখা যাচ্ছে না, বরং কিছু দিনের মধ্যে বিশ্বের সব দেশকে করোনা সংক্রমণের হারকে ছাড়িয়ে গেছে ভারত। তাই এই অবস্থায় কীভাবে করোনার মোকাবিলা করা যায় তা নিয়ে এদিনের ভার্চুয়াল মিটিং দেশের ১০ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে। এই নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদি সপ্তমবার বৈঠকে বসলেন।
এখন "আনলক ৩" পারব চলছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা সংক্রামনের সংখ্যা ৫৩,৬০১। এ পর্যন্ত দেশজুড়ে ২,৬৮,৬৭৫ জন মানুষ করোনা আক্রান্ত । আর প্রাণ গিয়েছে ৪৫,২৫৭ জনের। তাই বেশি করে টেস্ট করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। বেশি টেস্ট দরকার বলে বাংলা সহ বিহার, গুজরাত, তেলেঙ্গনা ও উত্তরপ্রদেশের কথা উলকওখ করেন। যদিও তিনি বলেছেন, সুস্থতার হার বেড়ে চলেছে। কমেছে মৃত্যুর হার। যা অত্যন্ত সন্তোষজনক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct