আপনজন ডেস্ক: টাকা না দেওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন গাইবান্ধার রামচন্দ্রপুর গ্রামের আবদুর রহিম নামে একমাস বয়সী এক শিশুর অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশু বিভাগের কনসালট্যান্ট ডা. খায়রুন নাহারকে আহ্বায়ক করে ৩ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিশুর বাবা মোশারফ হোসেনের অভিযোগ, শিশু রহিমকে শ্বাসকষ্টজনিত চিকিৎসার জন্য শনিবার দুপুরে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকালের দিকে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত নার্স রিমা আক্তার ও আয়া রেহেনা আক্তার শিশুটির পরিবারের কাছে টাকা চান। তাদের জানানো হয়, শিশুটির বাবা মোশারফ হোসেন নামাজ পড়তে গেছেন, এসে টাকা দেবেন। কিন্তু এতে তারা সন্তুষ্ট না হয়ে অক্সিজেন মাস্কটি খুলে দেন। এতে কিছুক্ষণ পরই শিশুটির মৃত্যু হয়।