আপনজন ডেস্ক: ভাঙড়ে ফুরফুরার পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। সোমবারের এই ঘটনা প্রসঙ্গে সন্ধ্যায় পিএফআইয়ের রাজ্য সভাপতি হাসিবুল ইসলাম এ ব্যাপারে এক প্রেস বিবৃতে বলেন, আব্বাস সিদ্দিকির উপর আক্রমণকে তীব্র ভাষায় ধিক্কার জানান। তিনি বলেন যে, "একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছেন আব্বাস সিদ্দিকী। সেটা তার মানবিক কাজ। এখান থেকে সকলের সামাজিক শিক্ষা গ্ৰহণ করা উচিত। কিন্তু তার উপর আক্রমণ করা হল, যেটা একজন ব্যক্তির উপর আক্রমণ নয়, বরং সেটা হল সামাজিক মূল্যবোধ ও মানবতার উপর আক্রমণ"।
হাসিবুল ইসলাম রাজ্য সরকারের নিকট দাবি করেন যে, যে বা যারা এই ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের দল বা মত না দেখে দেশের আইনের আওতায় আনতে হবে, যাতে আসন্ন নির্বাচনের পূর্বে ও পরে কেউ কোন ধরনের অশান্তি সৃষ্টি করতে না পারে।
তিনি সাধারণ মানুষের কাছে বিশেষ আবেদন জানান, তারা যেন কোনও রাজনৈতিক নেতা বা দলের দ্বারা প্রভাবিত হয়ে অন্য কোন ব্যক্তি, দল বা মতের মানুষের উপর আক্রমণ না করেন। কারণ মানুষের জীবনে মানুষের প্রয়োজন বেশী। মানুষের জন্য রাজনীতি, রাজনীতির জন্য মানুষ নয়। তাই এই ধরনের ঘটনা চরমভাবে নিন্দনীয় এবং সরকার ও সাধারণ মানুষের উচিত এই অন্যায় থেকে রাজ্য ও রাজ্যবাসীকে রক্ষা করা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct