মুঘল সম্রাট বাবর ১৫২৭ শতাব্দীতে উত্তরপ্রদেশের ফৈজাবাদে বাবরি মসজিদ নির্মাণ করেছিলেন। লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীর নেতৃত্বে ১৯৯২ সালে করসেবকরা মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়। দীর্ঘ ২৮ বছর ধরে এই বাবরি মসজিদ বন্ধ হয়ে পড়ে ছিল। ৫ আগস্ট ২০২০ রাম মন্দিরের ভূমি পূজার সাথে ১৫ আগস্ট এর স্বাধীনতা দিবসের তুলনা করলেন দেশের প্রধানমন্ত্রী মোদী বাবু। ৫ আগস্ট ভারতের ইতিহাসে কালো দিন। এই ইতিহাস হইতো ভারতের ইতিহাসের সিলেবাসে থাকবে না কিন্তু এই সত্য কালো দিনটির কথা যুগে যুগে লেখা থাকবে বিশ্ব ইতিহাসের পাতায় পাতায়। মসজিদ ভেঙে মন্দির হয়েছিল ভারতবর্ষে।
' ধর্মের বিকারে গ্রীস মরিয়াছে,ধর্মের বিকারে রোম লুপ্ত হইয়াছে এবং আমাদের দুর্গতির কারণ ধর্মের মধ্যে ছাড়া আর কোথায় নাই '
- রবীন্দ্রনাথ ঠাকুর
রাম মন্দির ভিত্তি স্থাপন অনুষ্ঠানে নিমন্ত্রণ পেলেন না মসজিদ ভাঙার মূল হোতা এল কে আদবানি। বিভেদের রাজনীতির কারিগরকে ভুলে গেল বিভেদের ও সাম্প্রদায়িক রাজনীতির উপর ভর করে ক্ষমতায় আসা তাঁর নিজের তৈরি দল। শুধু অনাহুত নন, অনুচ্চারিত রইলেন আডবাণী। প্রায় ৪০ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী মোদী বাবু রাম জন্মভূমি আন্দোলনের কান্ডারী র নাম এক বারও উচ্চারণ করলেন না। একেই বোধহয় বলে কর্মফল। ভূমি পুজোর দুদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ করনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি। ভূমি পুজোর দিনই রাম মন্দির মামলায় রায় দেওয়া সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ করোনা আক্রান্ত হয়ে ভর্তি হলেন হাসপাতালে। জর্জ, ব্যারিস্টার বিজ্ঞানী যায় ই হয়না কেনো আমরা ' যতদিন লেখা পড়ার প্রতি আকর্ষণ থাকে, ততদিন মানুষ জ্ঞানী থাকে, আর যখনই তার ধারণা জন্মে যে সে জ্ঞানী হয়ে গেছে, তখনই মূর্খতা তাকে ঘিরে ধরে।' ...সক্রেটিস।
(মতামত লেখকের ব্যক্তিগত)
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct