আপনজন ডেস্ক: ব্রিটেনে এবার নিলামে উঠতে চলেছে জাতির জনক মহাত্মা গান্ধীর ব্যবহৃত সোনার পালিশ করা চশমা। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের হ্যানহ্যামের ইস্ট ব্রিস্টল অকশন হাউস মহাত্মা গান্ধীর ব্যবহৃত ওই চশমাটি নিলামে তুলছে। প্রাথমিক অনুমান নিলামে এই চশমার দাম উঠতে পারে ১০ হাজার থেকে ১৫ হাজার পাউন্ড যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৫ লক্ষ ট্যাক্স।
এ ব্যাপারে ইস্ট ব্রিস্টল অকশনের পক্ষ থেকে রোববার জানানো হয়েছে, চশমাটি মহাত্মা গান্ধীকে ১৯০০ শতকে কেউ বোধ হয় উপহার দিয়েছিলেন। কিন্তু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই চশমাটি পেয়েই অভিভূত অকশন হাউস। অকশন হাউস জানায় তাদের লেটারবক্সে খামে মুড়ে কেউ এই চশমাটি রেখে গিয়েছিলেন। শুরুতে বুঝতে না পারলেও, পরে এর ঐতিহাসিক গুরুত্ব বুঝতে অসুবিধা হয়নি।
ইতিমধ্যে অনলাইন নিলামে এই চশমার দাম উঠেছে ৬ হাজার পাউন্ড বা প্রায় ছ লক্ষ টাকা। নিলামে এর দাম সর্বোচ্চ ১৬ লক্ষ টাকা হতে পারে বলে নিলাম কর্তৃপক্ষের অনুমান। অন্যদিকে, জানা গিয়েছে, এই চশমাটি ইংল্যান্ডের এক প্রবীণ ব্যক্তির কাছে ছিল। তার বাবা জানিয়েছিলেন, এই চশমাটি তার কাকা উপহার হিসেবে পেয়েছিলেন যখন তিনি দক্ষিণ আফ্রিকায় ব্রিটিশ পেট্রোলিয়ামে কাজ করতেন ১৯১০ থেকে ১৯৩০ সালের মধ্যে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct