আপনজন ডেস্ক: সীমান্তে বিএসএফের নির্যাতনের অভিযোগ নতুন কিছু নয়। এবার ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল শাহিনুর হক (১৮) নামে এক যুবকের। ঘটনাটি ঘটেছে রোববার রাত নটা নাগাদ কোচবিহারের বালাভূত এলাকার ছড়ার পারে। এই ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরু পাচারের অভিযোগ ছিল ওই যুবকের বিরুদ্ধে। ৬০-৭০টি গরু বাংলাদেশে পাচার করার জন্য জড়ো করে হয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের বাহিনী সেখানে হাজির হয়। বিএসএফের ৬২ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা গ্রেনেট ফাটিয়ে পাচারকারীদের তাড়া করলে পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। কিছুটা এসে শাহিনুর হক নামে যুবককে তার বাড়ির সামনে পেয়ে পাচারকারী সন্দেহে মাটিতে ফেলে মারধর করে। এরপর পরপর গুলি করে বিএসএফ তাকে হত্যা করে বলে অভিযোগ।
গ্রামবাসীরা প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। তখন ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় বিএসএফের জওয়ানরা। এর পর খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায় গ্রামবাসীদের প্রবল বাধার মুখে পডে পুলিশ।
গ্রামবাসী দের দাবি যেখানে ঘটনা ঘটেছিলো সেখান থেকে প্রায় ৭/৮ কিলোমিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমানা। বাড়ির পাশে এসে শাহিনুরকে নৃশংস ভাবে খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি তাঁতের শাড়ি তৈরির কাজ করতেন নিহত যুবক। একজন নিরীহকে বিনা কারণে মারা হয়েছে, অভিযুক্ত জওয়ানদের শাস্তির দাবি করেন গ্রামবাসীরা। তাদের রোষের মুখে পুলিশ মৃত দেহ উদ্ধার করতে পারেনি বলে জানা গিয়েছে। সোমবার মৃত দেহ নিয়ে পথ অবরোধ করবে স্থানীয়রা।