আপনজন ডেস্ক: আজ সোমবার কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির এক বছর পূর্ণ হচ্ছে দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে। বর্ষপূর্তির আগের দিন অর্থাৎ রোববার রাতে কংগ্রেস নেতা ও কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা জানিয়েছে, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী পদে বহাল থাকবেন সোনিয়াই। তিনি বলেন, দল কর্তাহীন হয়ে থাকবে না। তাই সোনিয়া গান্ধি সভানেত্রী হিসেবেই ফের এগিয়ে নিয়ে যাবেন কংগ্রেসকে। কোনোভাবেই নেত্রী শূন্য করতে দেওয়া হবে না। যদিও তিনি জানান, এর জন্য সর্বভারতীয় কংগ্রেস কমিটির অনুমোদন নেওয়া হবে। দলের মধ্যে সোনিয়াকে ফের সভানেত্রী করার সিদ্ধান্ত নেওয়া হলেও কংগ্রেসের ওয়ার্কিং কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে, সেই সম্মতি মিলবে।
উল্লেখ্য, ২০১৯ সালোর আগস্ট মাসেই তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি পদত্যাগ করেছিলেন। তখন থেকেই অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে সোনিয়া গান্ধিই কাজ চালিয়ে আসছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct