আপনজন ডেস্ক: অসমের প্রখ্যাত কবি, উপন্যাসিক, গল্পকার সৈয়দ আবদুল মালিককে 'ইন্টেলেকচুয়াল জিহাদি' বললেন অসমের হোজাই বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক শিলাদিত্য দেব। তার এই মন্তব্যের জেরে সারা অসম জুড়ে প্রতিবাদের ঢেউ উঠেছে। অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ থেকে শুরু করে অসমের সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তথা বিজেপি নেতা মুমিনুল আওয়াল প্রমুখ প্রতিবাদ ও নিন্দায় সরব হয়েছেন। অসম সাহিত্য সভার প্রেসিডেন্ট কুলধর শইকিয়া এই বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা জারেছেন। অসমে সৈয়দ আবদুল মালিক সাহিত্যিক হিসেবে এক জনপ্রিয় নাম। তার সম্বন্ধে শুক্রবার বিজেপি নেতার কটু মন্তব্যে অভিযুক্ত শিলাদিত্য দেবের বিরুদ্ধে অসমের বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, অসমীয়া সাহিত্যে কবি, উপন্যাসিক ও ছোট গল্পকার হিসেবে আবদুল মালিক এক সম্মানীয় নাম। তার সম্বন্ধে এমন মন্তব্য পাগলের প্রলাপ ছাড়া কিছু নয়। অসম কংগ্রেস শিলাদিত্যকে পাগল বলে অভিহিত করেছে। সাদাও অসম গড়িয়া মরিয়া দেশি জাতীয় পরিষদ বরপেটা, ধুবরী ও মোরিগাঁও জেলার বিভিন্ন থানায় শিল্যাদিত্য দেবের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। অসমের সংখ্যালঘু বিভাগ গুয়াহাটির হাতিগাঁও থানায় অভিযোগ দায়ের করেছে।
তবে বিজেপির মাইনরিটি সেলের চেয়ারম্যান মুমিনুল আওয়াল অবিলম্বে শিলাদিত্যকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি করেছেন। বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের তরফেও প্রতিবাদ জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct