আপনজন ডেস্ক: আমরা গরমে অনেকবেশি ঘেমে যায়।ঘাম হলে, তার দ্বারায় দুর্গন্ধও হয়। কিন্তু অনেকের ক্ষেত্রে এর দুর্গন্ধের তীব্রতা অনেক বেশি হয়। অনেকের কম হয়। কিন্তু ঘাম থেকে দুর্গন্ধের কারণ কী? এই তীব্র গন্ধের কারণে প্রায়ই অস্বস্তিতে পড়তে হয় অনেকের। এতে অনেকের আত্মবিশ্বাসের ঘাটতিও হতে পারে। আসলে দেহ জলশূন্য হলে বা ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে গেলে ঘামে দুর্গন্ধ হয়। বোল্ডস্কাই জানিয়েছে ঘামে দুর্গন্ধ হওয়ার সাত কারণের কথা। এবার জেনে নেওয়া যাক আসল কারণগুলি। প্রথমত, ভর পেট খেলেই শরীরের পুষ্টির চাহিদা পূরণ হয় না। শরীরে পুষ্টির চাহিদা পূরণ করতে সব ধরনের খাদ্যই সঠিক পরিমাণে খাওয়া দরকার। অপুষ্টি ঘামে দুর্গন্ধ তৈরি করার একটি বড় কারণ। এ ছাড়া শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে ঘামে বাজে গন্ধ হয়। গায়ে গন্ধ সুন্দর করতে আমরা সুগন্ধি বা পারফিউম ব্যবহার করি। তবে এই পারফিউম থেকেও ঘামে গন্ধ হতে পারে। কিছু পারফিউম রয়েছে যেগুলোতে ব্যাকটেরিয়া দূরকারী উপাদান থাকে না। এগুলো ব্যবহারের ফলে শরীরে ব্যাকটেরিয়া বেশি বৃদ্ধি পায় এবং দুর্গন্ধ তৈরি করে। এছাড়া নিয়মিত কোনো ওষুধ সেবনের কারণেও ঘামে দুর্গন্ধ হতে পারে। বিভিন্ন ওষুধের মধ্যে থাকা রাসায়নিক উপাদান ঘামের দুর্গন্ধ সৃষ্টির জন্য দায়ী। সিনথেটিক কাপড় সুতির কাপড়ের চেয়ে কম ঘাম শোষণ করে। যদি ঘামে প্রচুর গন্ধ হয় তবে রেয়ন ও পলিয়েস্টারের তৈরি কাপড় এড়িয়ে চলাই ভালো। কেননা এগুলো ঘামে গন্ধ তৈরি করে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct