আপনজন ডেস্ক: প্রতীক্ষার অবসান ঘটতে চলেছে ক্রিকেট প্রেমীদের। ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগ আইপিএল। তবে ভারত চীন সংঘাতের জেরে আসন্ন আইপিএল থেকে সড়ে গিয়েছে চীনা মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা ভিভো। বৃহস্পতিবার বোর্ডের তরফ থেকে মেল করে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে। ভিভোর পরিবর্তে এবছরের আইপিএলের প্রধান স্পনসর হচ্ছে কে ? হিসাবে ভেসে আসছে একাধিক নাম।
সেই তালিকায় যেমন রয়েছে ‘জিও’ (Jio), তেমনই রয়েছে ভারতীয় দলের স্পন্সর ‘বাইজু’ অ্যামাজনের (Amazon) নামও শোনা যাচ্ছে। তালিকায় কোকা-কোলাও রয়েছে। স্পনসরের দৌড়ে রয়েছে আদানি গ্রুপও।
এছাড়া ফ্যান্টাসি গেমিং অ্যাপ ‘ড্রিম ইলেভেন’ এর নামও শোনা যাচ্ছে। তবে কোন কোম্পানি আসন্ন আইপিএলের টাইটেল স্পন্সর হবে, সে বিষয়ে এখনও কিছু জানায়নি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। আগামী সপ্তাহে টাইটেল স্পন্সরের জন্য বিড হতে পারে। বিসিসিআইয়ের একজন কমকর্তা জানিয়েছেন, ‘সবকিছু নিয়ম নেমেই হবে। যাতে স্বচ্ছতা নিয়ে কেউ কোনও প্রশ্ন না তুলতে পারে।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct