আপনজন ডেস্ক: প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ক্যাপ্টেন সে নিয়ে কোন সন্দেহ নেই। তাঁর নামের পাশে রয়েছে একাধিক রেকর্ড। তিনিই একমাত্র অধিনায়ক, যাঁর ঝুলিতে রয়েছে তিন-তিনটে আইসিসি ট্রফি। ব্যাট হাতে বাইশ গজে নেমে একাধিক কৃতিত্ব অর্জন করেছেন, ক্রিকেট জগৎ তাঁকে সেরা ফিনিসারের উপাধি দিয়েছে।
তবে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে যাবার পর আর তাঁকে মাঠে দেখা যায়নি। অবসর নিয়ে উঠছে নানান জল্পনা। তবে ধোনির অনুরাগীদের জন্য সুখবর। কারণ আসন্ন ১৯ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া আইপিএলের প্রস্তুতি শুরু করে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এমনটাই জানা গিয়েছে ঝাড়খণ্ড স্টেট ক্রিকেট সংস্থার তরফে।
লকডাউনের আগে চেন্নাইয়ের নেটে প্র্যাকটিস শুরু করেছিলেন ধোনি দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় রাঁচি ফিরে আসেন মাহি। লকডাউনে হোম কোয়ারান্টাইনের সময়টা মোটেও মন্দ কাটছে না মহেন্দ্র সিং ধোনির। পরিবারের সঙ্গে নিজের ফার্ম হাউসে দিব্যি খোসমেজাজে রয়েছেন মাহি। ফার্মহাউসের জমিতে চাষ করতে দেখা গিয়েছে ধোনিকে।
ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার এক কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, ধোনি জেএসসিএ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ইন্ডোরে উইকএন্ডে প্র্যাকটিস করেছেন। করোনা মহামারির জন্য খুব বেশি নেট বোলার পাওয়া মুশকিল ছিল। তাই বোলিং মেসিনের বিরুদ্ধেই নিজের ব্যাটিং স্কিল ঝালিয়ে নিয়েছেন মাহি।
এম.এস. ধোনি সহ পূরো সিএসকে দল এবছরের আইপিএল খেলার জন্য আগামী ২০ অগাস্ট আমিরশাহী উড়ে যাবে। লাল মরুভূমির দেশ উড়ে যাওয়া ফাঁকে রাঁচিতেই প্রাথমিক প্রস্তুতি সেরে রাখতে চাইছেন তিনি। নিঃসন্দেহ বলা যেতে পারে আইপিএল শুরু আগে নিজের স্ব-মহিমায় ফিরতে চান মহেন্দ্র সিং ধোনি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct