ফিলিস্তিনের গাজা উপত্যকার উত্তরাঞ্চলে হামাসের এক অফিস লক্ষ্য করে হামলা চালায় ইসরাইল। এই হামলায় কমপক্ষে দুজন হামাস নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয়জন।
এ ব্যাপারে দৈনিক দ্য হারেৎজ ইসরাইলকে উদ্ধৃত করে জানিয়েছে, হামাসের একটি স্থাপনায় সামরিক ট্যাঙ্ক দিয়ে হামলা চালানো হয়েছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণের প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে।
তবে গাজা কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরাইল হামাসের আসকেলান ঘাঁটিতে হামলা চালিয়েছে। সেসময় আল কাসামের একটি সমাবর্তন অনুষ্ঠান চলছিল।
ইসরাইলামলায় নিহতরা হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডসের সদস্য বলে জানা গেছে।
যদিও বর্তমানে মিশরের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি একটি চুক্তি সম্পাদনের কাজ চলছে। সেই সময়ে এই হামলা চুক্তি বাস্তবাুযনে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct