আপনজন ডেস্ক: মোরগলড়াই কম্বোডিয়ায় বেশ প্রাচীন ও ঐতিহ্যবাহী খেলা। খেমের ও তাদের মোরগের ভাস্কর্য এবং মোরগলড়াইয়ের বিভিন্ন দৃশ্যপট কম্বোডিয়ার বায়ন মন্দিরের পাথরে খোদাই করা আছে, যা এ খেলার ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষ্য দেয়। বেশ প্রাচীনকাল থেকেই খেমেররা একঘেয়ে সময়কে আনন্দময় করে তোলার জন্য এ খেলার আয়োজন করে আসছে। বিভিন্ন উৎসবে, সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে এবং ধান কাটার মরশুম শেষে এ খেলার আয়োজন করা হয়। কম্বোডিয়ার শহর ও গ্রামে এ খেলা এখনো ভীষণ জনপ্রিয়। এমনকি কম্বোডিয়ার রাজনৈতিক অস্থিতিশীল ও অনিশ্চিত সময়েও মানুষ নিজেদের চাঙ্গা রাখতে মোরগলড়াইয়ের আয়োজন করত। প্রাচীনকাল থেকে মোরগলড়াই সাধারণত নিছক বিনোদনের উপাদান হিসেবেই বিবেচিত হয়ে এসেছে। তখন জয়ী মোরগের মালিককে নতুন ধানের বিয়ার বা ওয়াইন উপহার দেওয়া হতো। আর মোরগের জন্য এক বস্তা নতুন ধানের চাল। দিনে দিনে এ খেলার ধরন ও চিন্তা-ভাবনায় বেশ পরিবর্তন এসেছে। বর্তমানে খেমেররা শুধু বন্ধুত্বের জন্য নয় বরং অর্থের জন্য এ খেলার দিকে বেশি ঝুঁকেছে। তাই টাকা দিয়ে জুয়া খেলার প্রচলন হওয়ায় মাঝেমধ্যেই প্রশাসন এর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct