ইমরান খান পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাছেন। তার আগেই সরকারি হেলিকপ্টার অপব্যবহারের দায়ে তাকে তলব করেছে দেশটির জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে ২০১৩ সাল থেকে ক্ষমতায় ইমরানের দল। সেখানে সরকারি দুটি হেলিকপ্টার নিজের ব্যক্তিগত সফরে ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। যেহেতু ইমরান খানের কোনো সরকারি পদমর্যাদা ছিল না, তাই তিনি সরকারি হেলিকপ্টার ব্যক্তিগত কাজে এভাবে ব্যবহার করতে পারেন না।
এনএবি জানিয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের সরকারের দুটি বিমান ইমরান খান ৭৪ ঘণ্টা ব্যবহার করেছেন। বিনিময়ে তিনি ২১ লাখ টাকা দিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বেসরকারি কোম্পানির হেলিকপ্টার ব্যবহার করতেন তবে তাঁকে আরও বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হতো। এনএবি বলেছে, হেলিকপ্টার ব্যবহারের জন্য ইমরানকে ১ কোটি ১১ লাখ টাকা পরিশোধ করতে হবে।
অভিযোগ অস্বীকার করে ইমরান খান বলেন, খাইবার পাখতুনখাওয়ার সরকার প্রধানের সঙ্গে বন্যাকবলিত অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন। তিনি বলেন, ‘কেউ আইনের ঊর্ধ্বে নয়; এমন উদাহরণই আমি প্রতিষ্ঠা করতে চাই।’
এনএবি ১৫টি প্রশ্নের উত্তর চেয়ে ইমরান খানের আইনজীবীর কাছে একটি চিঠি পাঠিয়েছে। ১৫ দিনের মধ্য এর উত্তর পাঠাতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct