আপনজন ডেস্ক: প্রতিনিয়ত বাড়ছেই ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা। একই সঙ্গে বাড়ছে ফেক অ্যাকাউন্টের সংখ্যাও। আপনার ছবি বা পরিচয় ব্যবহার করে অন্য কেউ যদি ফেসবুকে অ্যাকাউন্ট খুলে, তখন কী করবেন? পুলিশ-এর অফিসিয়াল ফেসবুক পেজে সেই পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমে ফেক অ্যাকাউন্টের বিরুদ্ধে ফেসবুক কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করতে হবে। এজন্য ফেক আইডির প্রোফাইলে যেতে হবে। তারপর ওই পেজের মেসেজ বক্সের পাশে তিনটি ডট (...) চিহ্নিত আইকনে ক্লিক করে 'ফাইন্ড সাপোর্ট ও রির্পোট প্রোফাইল'-এ যেতে হবে। এরপর 'প্লিজ সেলেক্ট এ প্রোবলেম টো কনটিনিউ' শিরোনামে একটি অপশন আসলে সেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে 'প্রিটেন্ডিং টো বি সামওয়ান' সিলেক্ট করতে হবে। আপনি নিজে রিপোর্ট করলে 'হু আর দে প্রিটেন্ডিং টু বি?' এই অপশনে 'মি' নির্বাচন করে রিপোর্ট করা সম্পন্ন করতে হবে। ফেসবুক বন্ধুরা রিপোর্ট করলে 'হু আর দে প্রিটেন্ডিং টু বি?'অপশন থেকে 'এ ফ্রেন্ড' অপশনে ক্লিক করলে 'হুইচ ফ্রেন্ড?' এ গিয়ে আসল অ্যাকাউন্টধারী ভুক্তভোগী ফেসবুক বন্ধুর প্রোফাইল নির্বাচন করে রিপোর্ট সম্পন্ন করতে হবে। ফেক আইডির সম্পূর্ণ প্রোফাইল লিংকসহ স্ক্রিনশট নিয়ে সংরক্ষণ করে কাছের থানার পুলিশকে অবহিত করুন। সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct