আপনজন ডেস্ক: ঘরের টাইলস মুছে পরিষ্কার করলেও দাগ পড়ে যায়। টাইলসে আঁকিবুঁকি দাগ থাকলে ঘরের সৌন্দর্যই নষ্ট হয়। তাই খেয়াল রাখতে হবে যাতে টাইলসে দাগ না পড়ে।ঘরের মেঝের টাইলস যদি ঝকঝকে সাদা থাকে তাহলে দেখতেও খুব ভালো লাগে। ঘরের সৌন্দর্যই বেড়ে যায় অনেক গুণ। তবে সাদা টাইলস কিন্তু বেশি দিন এই চমক ধরে রাখতে পারে না। তবে কিছু টিপস জানা থাকলে সারা বছরই টাইলস ঝকঝকে সাদা রাখতে পারবেন।
এক বালতি জলে চার ভাগের এক ভাগ পরিমাণ অ্যামোনিয়া মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে কাপড় ভিজিয়ে টাইলস মুছে নিন। এতে টাইলসে লেগে থাকে হলদে দাগ ও ময়লা দূর হবে। দাগ দূর করতে অ্যামোনিয়া ভালো কাজ করে। দ্রুত চকচকে করতেও এর কোনো জুড়ি নেই। ব্লিচও ব্যবহার করতে পারেন। ব্লিচ টাইলসের দাগ সহজেই দূর করে। চার ভাগের এক ভাগ ব্লিচ আর বাকিটা জল দিয়ে মিশ্রণ তৈরি করে নিন। এই মিশ্রণটি টাইলসের ওপর দিয়ে রাখুন কিছুক্ষণ। এরপর স্ক্রাবার দিয়ে টাইলস পরিষ্কার করুন। দেখবেন টাইলস হয়ে গেছে একদম নতুনের মতন। এছাড়া টাইলসের দাগ দূর করতে ব্যবহার করতে পারেন জল ও হাইড্রোজেন পার অক্সাইড। জল ও হাইড্রোজেন পার অক্সাইড ৫০ শতাংশ এক সঙ্গে মিশিয়ে বোতলে ভরে রাখুন। টাইলসের দাগের ওপর এই মিশ্রণ স্প্রে করুন। ৩০ মিনিট পরে কাপড় দিয়ে মুছে ফেলুন। দেখবেন টাইলসের জেদি দাগ ও দূর হয়ে গিয়েছে। টাইলসের দাগ দূর করতে ভিনেগারও ভালো কাজ করে। এক বালতি জলে আধা কাপ পরিমাণ ভিনেগার মিশিয়ে নিন। এবার এই জল দিয়ে ফ্লোর মুছে ফেলুন। দেখবেন টাইলস পরিষ্কার করার পাশাপাশি ব্যাকটেরিয়াও দূর হবে সহজে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct