আপনজন ডেস্ক: ভারতের পথ ধরে এবার মার্কিন যুক্তরাষ্ট্রে টিকটিক এর কোম্পানি চিনা মালিক বাইটড্যান্সের সঙ্গে সবধরনের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি হল। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটক অ্যাপ পরিচালনাকারী চীনা কোম্পানি বাইটড্যান্সের আর্থিক লেনদেনে নিষেধাজ্ঞা জারির নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। তবে নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হচ্ছে না। নির্বাহী আদেশে স্বাক্ষরের ৪৫ দিন পর (২০ সেপ্টেম্বর) এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। বৃহস্পতিবার রাতে ট্রাম্বের স্বাক্ষরিত নির্বাহী আদেশে বলা হয়েছে, আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষা করতে টিকটকের মালিকদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের আগ্রাসী পদক্ষেপ নেওয়া উচিত। এই নির্দেশের ফলে বাইটড্যান্স কোম্পানি ২০ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে কোনও আর্থিক লেনদেন করতে পারবে না। বৃহস্পতিবারে ট্রাম্পের স্বাক্ষরিত আরেকটি আদেশে চিনা অ্যাপ উইচ্যাট নিষিদ্ধ করা হয়েছে। এই অ্যাপটির মালিক চিনভিত্তিক টেক সংস্থা টেনসেন্ট।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দুই দেশ আমেরিকাও চিনের মধ্যে বিরোধ চলছে। তাছাড়া বিশ্বব্যাপী করোনা মহামারি ছড়ানো। নিয়ে চিনকে দোষারোপ করে আসছেন ট্রাম্প। পাল্টাপাল্টি বিরোধের জের ধরে গত মাসে চিনা অ্যাপ টিকটক বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দেন তিনি। সেই মতোই টিকটিক। নিষেধাজ্ঞায় স্বাক্ষর করলেন ট্রাম্প।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct