আপনজন ডেস্ক: করোনা পরিস্থিতি নিয়ে সারা বিশ্বে এখনো উদ্বেগ যায়নি। বিভিন্ন দেশে লকডাউন চলছে। তবে আশার কথা একটা বড় অংশের মানুষ কোরোনা মুক্ত হচ্ছেন। চিনের উহান থেকে কোরোনা উৎপত্তি হলেও সেখানে এখন করোনা সংক্রমণ বিদায় নিয়েছে বলে দাবি চিনের। কিন্তু করোনা মুক্ত মানুষজন যেমন থাকছেন তা নিয়ে কোনো খবর মিলছিল না। এবার উহানে করোনা ভাইরাসে আক্রান্ত যেসব রোগী সুস্থ হয়েছেন তাদের কথা তুলে ধরে প্রতিবেদন প্রকাশ করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। তাতে বলা হয়েছে, উহানে করোনা রোগমুক্তদের মধ্যে শতকরা ৯০ ভাগেরই ফুসফুসে মারাত্মক ক্ষত তৈরি হয়েছে। সেই ক্ষত নিয়েই তারা বেঁচে আছেন। তাদের ফুসফুসের ভেন্টিলেশন বা শ্বাস-প্রশ্বাস এখনও সুস্থ মানুষের পর্যায়ে আসেনি। বুধবার প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, উহান ইউনিভার্সিটির ঝোংনান হাসপাতালের একটি টিম রোগীদের ওপর ফলোআপ রিপোর্ট করেছেন। এতে নেতৃত্ব দিয়েছেন ওই হাসপাতালের আইসিইউ ইউনিটের পরিচালক পেং ঝিয়োং। এপ্রিল থেকে সুস্থ হওয়া রোগীর ওপর তারা ফলোআপ রিপোর্ট করেন। এই ফলোআপ রিপোর্ট কর্মসূচির প্রথম দফার পর্যবেক্ষণ শেষ হয়েছে জুলাইয়ে। এ সময়ে যেসব রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে তাদের গড় বয়স ৫৯ বছর। প্রথম দফার এই পর্যবেক্ষণের ফল অনুযায়ী, রোগীদের শতকরা ৯০ ভাগের ফুসফুসে এখনও বড় রকম ক্ষত রয়েছে।
আরও পড়ুন: করোনার ওষুধে 'প্রতারণা', পতঞ্জলীকে ১০ লক্ষ টাকা জরিমানা মাদ্রাজ হাইকোর্টের!
অন্যদিকে গ্লোবাল টাইমসে এ রিপোর্ট প্রকাশ হয়েছে। খবরে বলা হয়, পেং ঝিয়োংয়ের টিম রোগীদের ৬ মিনিটের একটি হাঁটার পরীক্ষা করেছেন। তাতে তারা দেখেছেন, করোনা থেকে সুস্থ হওয়া রোগীরা ৬ মিনিটে মাত্র ৪০০ মিটার হাঁটতে পারেন, যেখানে একই সময়ে একজন সুস্থ মানুষ হাঁটতে পারেন ৫০০ মিটার। এর ফলে করোনা মুক্ত হকেই যে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে।