আপনজন ডেস্ক: বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়িয়েছে ঠিক একইভাবে এই ভাইরাসকে কেন্দ্র করে নানা ধরনের ভুল খবর এবং মিথ্যা তথ্যও ছড়িয়েছে। সারা বিশ্ব যখন করোনাভাইরাসের সঙ্গে লড়ছে, কিছু মানুষ তখনো গুজব ছড়াতেই ব্যস্ত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা সময়ে ব্রায়ান লারার ‘করোনা পজিটিভ’ হওয়ার খবর শুনে উৎকন্ঠিত হয়ে পড়েছেন ভক্ত-সমর্থকরা। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান, ইতিহাসের সেরাদের অন্যতম সেরা। লারার ভক্ত তো ছড়িয়ে আছে সারা বিশ্বেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন দুঃসংবাদ শুনে তাই দুশ্চিন্তা হওয়ারই কথা সবার। তবে লারা প্রকাশ্যে এসে জানালেন, তিনি করোনাভাইরাস আক্রান্ত নন। তাঁকে নিয়ে মিথ্যা রটানো হয়েছে। তিনি নিজেই ওই সংবাদকে ‘গুজব’ বলে উড়িয়ে দিয়েছেন। এমন একটা জটিল ও ভয়াবহ মহামারি নিয়ে এভাবে ভুল তথ্য ছড়ানো মানুষদের ওপর খেপেছেনও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের রাজপুত্র।
ইনস্টাগ্রামে পোস্টে লারা লিখেছেন, ‘কেমন আছেন সবাই, আমি করোনা পজিটিভ- এমন যে সব গুজব ছড়িয়েছে, সেগুলো চোখে পড়েছে আমারও। ফলে বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করছি। শুধু এই তথ্যটা ভুলই নয়, এটা করোনাভাইরাসে জর্জরিত আমাদের সমাজের জন্য ক্ষতিকরও।’ তিনি আরও বলেন, এতে হয়তো আমার ব্যক্তিগতভাবে ক্ষতি হয়নি। কিন্তু উদ্বেগের বিষয় হল, এমন ভুল তথ্য ছড়িয়ে দেয়া দায়িত্বজ্ঞানহীনতা এবং এতে এমন অনেক মানুষ অকারণে দুশ্চিন্তায় পড়েছেন যারা হয়তো আমারও পরিচিত।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct