আপনজন ডেস্ক: কারোনা প্রতিরোধক ওষুধ বাজারে ছেড়েছিল বাবা রামদেবের পতঞ্জলী ব্র্যান্ড। পতঞ্জলি আয়ুর্বেদ তাদের ওষুধে করোনা সেরে যাবে এই দাবি করে কৃতিত্বের পিছনে দৌড়ানোয় ১০ লক্ষ টাকা জরিমানা করল মাদ্রাজ হাইকোর্ট। কারণ, পতঞ্জলী করোনিল নামে যে করোনা প্রতিরোধক বাজারে ছেড়েছে সেটি নাকি করোনা প্রতিরোধে কাজ করে না। এছাড়া পতঞ্জলীর আগে coronil নামে অন্য কোম্পানির রাসায়নিক ছিল। তাই পতঞ্জলী বিরুদ্ধে মামলা করে চেন্নাই ভিত্তিক অরুদা ইঞ্জিনিয়ারস প্রাইভেট লিমিটেড। তারা মাদ্রাজ হাইকোর্টে পতঞ্জলীর বিরুদ্ধে অভিযোগ করে বলেছে, Coronil-213SPL ও Coronil-92B নামে তাদের ট্রেড মার্ক রেজিস্টার্ড রাসায়নিক রয়েছে। আর তা তিন দশক ধরে শিল্প ক্ষেত্রে পরিষ্কার করার কাজ করে। অথচ করোনা প্রতিরোধক হিসেবে পতঞ্জলী যে Coronil ট্যাবলেট বের করেছে তা গুনমানের নয়। তিথিক করোনা দূরীকরণ করে না।
এই অভিযোগের ভিত্তিতে করা মামলায় ১০৪ পাতার রায়ে বিচারপতি সিভি কার্থীকেয়ান বলেন, পাতঞ্জলি ও দিব্য যোগ মন্দির ট্রাস্ট ১০ হাজার টাকার কোম্পানি। তারা যে করোনা সারাতে Coronil ওষুধ বাজারে এনেছে তাতে করোনা সারে না বরং সর্দি, কাশি নিরাময়ে সহায়ক। এর ফলে সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার হয়েছে। জনগণকে প্রতারনার অভিযোগে পতঞ্জলীকে ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct