আপনজন ডেস্ক: সিপিএমের বিশিষ্ট রাজ্য নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আলিমুদ্দিন স্ট্রিটে। গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। কারোনা চিকিৎসা চলাকালীন আজ বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ বাইপাসের ধরে এক বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্যমলবাবুর। ৭৮ বছর বয়সী এই নেতা দীর্ঘদিন বাম আমলে পরিবহণ মন্ত্রীর মতো গুরুদায়িত্ব পালন করেছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত টি ছিলেন সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর রাজ্য সভাপতি। রাজ্যসভার সাংসদ ছাড়াও তিনি সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ফলে প্রবীণ এই সিপিএম নেতার প্রয়াণে সিপিএম নেতৃত্ব এক বর্ণময় নেতাকে হারাল। সিপিএমের পলিটব্যুরো শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে।
Saddened at the passing away of veteran leader, former Member of Parliament and former Bengal minister Shyamal Chakraborty. My condolences to his family, friends and supporters
— Mamata Banerjee (@MamataOfficial) August 6, 2020
শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে রাজনৈতিক জগতের ক্ষতি হল বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক প্রেস বিবৃতি মুখ্যমন্ত্রী গভীর শোকপ্রকাশ করে বলেছেন, 'রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী সিপিআই (এম) নেতা শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি'।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct