আপনজন ডেস্ক: একদিকে লকডাউন। অন্যদিকে মরার উপর খাড়ার ঘা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি। আলুর দাম ৩০ টাকা ছুঁই ছুঁই। এর ফলে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের। দামের আগুনে বাজারে গিয়ে হাত পোড়াতে হচ্ছে তাদের। সরকারের পক্ষ থেকে নির্দেশিকা দিলেও ২৫ টাকা কিলো দরে আলু পাওয়া যাচ্ছে না। আর তাই পশ্চিম বর্ধমানের জেলা শাসকের নির্দেশে একটি টাস্কফোর্স সালানপুর ব্লকের রুপনারায়নপুর বাজার ও চিত্তরঞ্জন বাজারে ভিন্ন পাইকারি ও খুচরো দোকান গুলোতে হানা দেয়।
আলুর দাম কি, আলুর কালোবাজারি যাতে না হয় অহেতুক স্টক যাতে কেউ করে রাখতে না পারে সেই কারণে অভিযান চালানো হয়। পাশাপাশি ওজনের যন্ত্রগুলি নিয়ে দীর্ঘদিনের যে অভিযোগ ছিল সেই যন্ত্রগুলিকে পরীক্ষা করে দেখা হচ্ছে। যদি কোথাও গরমিল পাওয়া যাচ্ছে সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয়। তবে টাস্ক ফোর্সের আধিকারিকরা জানান কয়েকদিনের মধ্যেই আলুর দাম নিয়ন্ত্রনে চলে আসবে।আজকে রুপনারায়নপুর বাজারে সব্জী,মাছ, মাংস,আলু, পেঁয়াজয,চাল ও ডালের দাম দর দেখেন সাথে ওজনের কাটা বাটখারাতে বেশীর ভাগ গরমিল পাওয়া যায় বলে জানান পরিদর্শন করতে আসা আধিকারিকরা ! বেশ কিছু ওজনের বাটখারা বাজেয়াপ্ত করা হয় !
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct