আপনজন ডেস্ক: ‘শিশুরা কোভিড-১৯ থেকে প্রায় নিরাপদ’, এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কোভিড-১৯ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক বিতর্কিত পোস্ট ফেসবুক ও ট্যুইটার কর্তৃপক্ষ ডিলিট করে দিল। আর তা নিয়ে শোরগোল পারে গেছে মার্কিন দুনিয়ায়। ট্রাম্পের পোস্ট মুছে দেওয়া নিয়ে চলছে নানা গুঞ্জন। কারণ, এই প্রথম প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্ট মুছে দিল ফেসবুক।
ট্রাম্পের পোস্ট মুছে দিয়ে ফেসবুক বলছে, ট্রাম্পের পোস্ট তাদের করোনাভাইরাস সম্পর্কিত ভুল তথ্যবিষয়ক নীতিমালা লঙ্ঘন করেছে। ওই পোস্টের সঙ্গে একটি ভিডিও ক্লিপও ছিল যাতে ‘শিশুরা কোভিড-১৯ থেকে প্রায় নিরাপদ’- ট্রাম্প এমন দাবি করেছেন বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
ফেসবুক কর্তৃপক্ষ বলছে, ভিডিওটিতে ট্রাম্পের ভুল দাবি ছিল যে, একদল মানুষ কোভিড-১৯ থেকে নিরাপদ, এটি কোভিড বিষয়ে ক্ষতিকর ভুল তথ্য সম্পর্কিত ফেসবুক নীতিমালার লঙ্ঘন।
একই পোস্ট শেয়ার হয়েছিল ট্যুইটারেও। ট্রাম্প নির্বাচনী শিবিরের ‘টিম ট্রাম্প’ অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল ক্লিপটি। পরে ভিডিওটি আড়াল করে দিয়েছে ট্যুইটার। কারণ, ওই প্ল্যাটফর্মেও কোভিড-১৯ ভুল তথ্যের নিয়ম ভেঙেছে পোস্টটি।
এ ব্যাপারে ট্যুইটারের এক মুখপাত্র জানিয়েছেন, টিম ট্রাম্প ওই ট্যুইট মুছে না ফেললে আর ফের কোনো ট্যুইট করতে দেওয়া হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct