করোনা টেস্ট করা নিয়ে সব দেশেই টালমাটাল অবস্থা। তাৎক্ষণিকভাবে করোনা টেস্টের পাওয়ার ব্যবস্থা এখনও চালিু হয়নি। রিপোর্ট পেতে পেতে কখনও কখনও দু-তিন দিন লেগে যায়। এবার সেই দিন শেষ হয়ে আসছে। ব্রিটেনে চালু হতে যাচ্ছে করোনা পরীক্ষার নতুন পদ্ধতি। এই নতুন পরীক্ষা পদ্ধতিতে মাত্র ৯০ মিনিটেই জানা যাবে কোনও ব্যক্তি করোনা আক্রান্ত কিনা। আগামি সপ্তাহ থেকেই এই পদ্ধতিতে পরীক্ষা শুরুর আশা করা হচ্ছে। এর নাম দেয়া হয়েছে ‘অন দ্যা স্পট’ টেস্ট। এরফলে ন্যূনতম সময়ে শনাক্ত করা যাবে করোনা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি সূত্রে এ খবর জানা গেছে।
এ ব্যাপারে ব্রিটিশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী দাবি করেছেন, এটি আসন্ন শীতের জন্য অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি হতে চলেছে। বর্তমান পদ্ধতিতে করোনা শনাক্ত করতে প্রায় ২৪ ঘণ্টা লাগে বৃটেনে। কোনো কোনো ক্ষেত্রে এটি ২ দিনও লেগে যায়। এরইমধ্যে এই টেস্ট কিটের কয়েক মিলিয়ন উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ বছরের মধ্যেই এই পরিমাণ উৎপাদন করা হবে। নতুন এই পরীক্ষা পদ্ধতির সঠিক হওয়ার মাত্রা কত তা নিশ্চিতভাবে জানা যায়নি বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক ও গবেষক স্যার জন বেল জানিয়েছেন, নতুন চালু হতে যাওয়া পরীক্ষা পদ্ধতি বিশেষ মাত্রা পাবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct