করোনা সংক্রমণ উপেক্ষা করে ফের শুরু হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী আইন বিরোধী আন্দোলন। পাঁচ মাসের ফারাক। অসমের ছাত্র সংগঠন অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের (আসু) উদ্যোগে ডিব্রুগড় শহরে ফের শুর হল সিএএ বিরোধী প্রতিবাদ বিক্ষোভ। করোনা সংক্রমণের শুরুতে এবং লকডাউনের কারণে স্থগিত হয়ে যায় বিক্ষোভ।। কিন্তু আবারও রাস্তায় নেমে সিএএ বিরোধী বিক্ষোভে শামিল হল অল আসাম স্টুডেন্টস ইউনিয়নের (আসু) কয়েক শ নেতাকর্মী। আসুর সদস্যরা চৌকিডিঙ্গি থেকে র্যালি শুরু করেন এবং তা শহরের বড় বড় সড়ক প্রদক্ষিণ করে। এরপর তারা অগ্রসর হয় ডিব্রুগড়ে মানকোটা সড়কের পাশে লক্ষ্মীনগর এলাকায় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়ালের বাসভবনের দিকে। কিন্তু মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে সামান্য দূরে সব মোটরসাইকেল আরোহীকে থামিয়ে দেয়া হয়। এ সময় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে স্লোগান দেয়া শুরু করেন আসুর সদস্যরা। ঘটনার আকস্মিকতায় বিহ্বল হয়ে পড়েন নিরাপত্তা রক্ষাকারীরা। তারা দ্রুত মুখ্যমন্ত্রীর বাড়ির চারপাশে ‘প্রোটেকটিভ রিং’ বা সুরক্ষা বলয় গড়ে তোলেন। আসুর সদস্যরা স্লোগান দিতে থাকেন ‘আমি নামানু’ (অর্থাৎ আমরা সিএএ মানব না), ‘সর্বানন্দ সনোয়াল মুর্দাবাদ’ ‘নরেন্দ্র মোদি মুর্দাবাদ’ ‘বিজেপি গো ব্যাক’ এবং ‘জয় আই আসাম’। প্রায় ২০ মিনিট এভাবে স্লোগান দিতে থাকেন তারা। এরপর বিক্ষোভকারীরা টিংখোংয়ের দিকে ফিরে যান। এ ব্যাপারে আসু’র ডিব্রুগড় জেলা শাখার সাধারণ সম্পাদক শঙ্কর জ্যোতি বড়ুয়া বলেন, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আমাদের বিক্ষোভ আবার শুরু হয়েছে। করোনা ভাইরাস মহামারির কারণে আমরা বিক্ষোভ স্থগিত রেখেছিলাম মার্চের শুরু থেকে। এখন পূর্ণ শক্তি নিয়ে আমরা বিক্ষোভ করব। যেমনটা আমরা আগেও বলেছি, ১৯৭১ সালের পরে অসমে প্রবেশ করা একজন বাংলাদেশি প্রবেশের দায়ও অসম নেবে না। তাতে তিনি হিন্দু হোন বা মুসলিম হোন। উল্লেখ্য, সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়ে দেয়, সিএএ আইন হলেও তার নিয়মাবলি তৈরি করতে আর তিনমাস সময় লাগবে। এরপর ফের সিএএ বিরোধী ক্ষোভ আবার ত্বরান্বিত হতে শুরু করেছে অসমে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct