রামমন্দিরের ভূমিপুজোর উদ্বোধনের আমন্ত্রণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফিরিয়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করলেন হায়দারাবাদের সাংসদ তথা মজলিশ এ ইত্তেহাদুল মুসলেমিন বা মিমের নেতা আসাদউদ্দিন ওয়াইসি। ইন্ডিয়া টুডে-র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের সংবিধান বলছে প্রধানমন্ত্রী কোনো ধর্মকে বিশেষ প্রাধান্য দিতে পারে না। শপথ নেওয়ার সময় এই বাক্য উচ্চারণ করা হয় তাতে ধর্ম নিরপেক্ষতার কথা বলা হয়েছে দেশ পরিচালকদের জন্য। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উচিত হয়নি অযোধ্যায় রামমন্দির নির্মাণের ভূমিপুজো করার আমন্ত্রণ গ্রহণ না করা। সরকারি পৃষ্ঠপোষকতায় কোনো ধর্মীয় প্রতিষ্ঠান গড়া অনুচিত বলে মনে করে আসাদুদ্দিন ওয়াইসি। তিনি বলেন, যদি মোদি প্রধানমন্ত্রী হিসেবে সেখানে যাওয়া দেশের সংবিধানের মূলভিত্তি, ‘ধর্মনিরপেক্ষতা’ রক্ষা করার শর্ত ভঙ্গের শামিল।
তবে বাবরি মসজিদের বিতর্কিত স্থানে রামমন্দির নির্মাণ নিয়ে ওয়াইসি আজ বুধবার সোশ্যাল মিডিয়া ট্যুইটারে সরব হন। তিনি ট্যুইটারে লেখেন, 'বাবরি মসজিদ ছিল, আছে এবং থাকবে ইনশাআল্লাহ্।’ এর পাশাপাশি তিনি ‘বাবরি জিন্দা হ্যায়’ হ্যাশট্যাগ ব্যবহার করে বাবরি মসজিদ এবং বাবরি মসজিদ ধ্বংসের একটি করে ছবি ও শেয়ার করেছেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct