বহু প্রত্যাশিত রামমন্দিরের উদ্বোধনে আজ বুধবার অযোধ্যায় হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯ বছর পর ফের তার পদার্পণ পড়ল অযোধ্যায়। তবে এবার প্রধানমন্ত্রী হিসেবে। রামমন্দিরের ভূমিপুজো উপলক্ষে শুধু প্রধানমন্ত্রী এক নন সেখানে হাজির আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যানাথ সহ প্রায় ৫০জন ভিআইপি। উমা ভারতী, মুরলি মনোহর জোশির যাওয়া নিয়ে অনিশ্চয়তা থাকলেও তারা হাজির থাকছেন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হতে।
তবে প্রধানমন্ত্রী মোদি অযোধ্যায় আজ বুধবার দুপুরে পা রেখে প্রথমে হনুমানগড়ির মন্দিরে গিয়ে তার পূজা করেন। পরে রামের 'জন্মস্থানে' থাকা রামলালার মূর্তিতে সাষ্টাঙ্গে পুজো দেন। রামলালার মূর্তি পরিক্রমায় আরতি করেন। ১৬১ ফুট উঁচু রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপস্থিতি ইতিহাস সৃষ্টি করে। তিনিই দেশের প্রথম প্রধানমন্ত্রী যিনি রামমন্দিরের ভূমিপূজার শামিল হলেন। তবে এদিন শ্রীরাম জন্মভূমি মন্দির নামে একটি ডাকটিকিট প্রকাশ করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct