টিকটক আমেরিকার কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়ার জন্য অ্যাপটির মালিকা বাইটডেন্সকে ছয় সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৬ সপ্তাহের মধ্যে অ্যাপটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিষ্ঠানের কাছে বিক্রি না করলে এটির ‘ব্যবসা গুটিয়ে' দেওয়া হতে পারে। এ বিষয়ে তিনি বলেন, 'এটা আমেরিকার কোনো কোম্পানির হবে।এটার মালিকানা থাকবে এই দেশে। কেননা আমরা নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা দেখতে চাই না। ১৫ সেপ্টেম্বরের মধ্যে যদি জনপ্রিয় অ্যাপ টিকটক মাইক্রোসফট বা অন্য কোনো কোম্পানির কাছে বিক্রি না করে, তাহলে এটি আমেরিকার ব্যবসার বাইরে চলে যাবে।' সম্প্রতি আমেরিকার সরকারি কর্মকর্তা ও আইনপ্রণেতারা উদ্বেগ প্রকাশ করে বলে আসছিলেন, অ্যাপটি অসৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারে বেইজিং। এতে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা হুমকিতে পড়তে পারে। তাই ট্রাম্প জানিয়ে দেন, আমেরিকা চীনের এই অ্যাপটি নিষিদ্ধ করা হবে। এমন পরিস্থিতিতে অ্যাপটি চীনা প্রতিষ্ঠানের কাছ থেকে কেনার জন্য আগ্রহ দেখায় মার্কিন যুক্তরাষ্ট্রের টেক জায়ান্ট মাইক্রোসফট।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct