সিএএ আইন প্রণয়নের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও অতিরিক্ত তিন মাসের সময় চাইল। সংসদের অধীনস্ত আইন সম্পর্কিত স্থায়ী কমিটির কাছে মন্ত্রণালয়ের তরফে অতিরিক্ত তিন মাস সময় চেয়ে অনুরোধ জানানো হয়েছে। গত বছরের ৯ ডিসেম্বর লোকসভায় পাশ হয় সংশোধিত নাগরিকত্ব বিল। রাজ্যসভায় তা পাশ হয় ১১ ডিসেম্বর। ১২ ডিসেম্বর ওই বিলে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। এরপর তা আইনে পরিণত হয়। নতুন ওই আইনে পার্শ্ববর্তী দেশ থেকে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে ভারতে অত্যাচারিত হয়ে আসা অ-মুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ছয় মাস কেটে গেলেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখনও অবধি বিধি প্রণয়ন করতে পারেনি। সংসদীয় বিধি অনুযায়ী রাষ্ট্রপতির স্বাক্ষরের পর ৬ মাসের মধ্যে বিধি প্রণয়ন করতে হয় সরকারকে। আইন কীভাবে বাস্তবায়িত হবে তা ঠিক হয় বিধি প্রণয়নের মাধ্যমেই। কিন্তু এক্ষেত্রে তা হয়নি। নিয়ম অনুযায়ী নির্ধারিত ৬ মাস সময়ের মধ্যে মন্ত্রণালয় বা সংশ্লিষ্ট দপ্তর বিধি প্রণয়ন না করতে পারলে তারা সংসদের স্থায়ী কমিটির কাছে সর্বোচ্চ তিন মাস সময় বৃদ্ধির জন্য অনুরোধ জানাতে পারে। এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, গত কয়েক মাসে মন্ত্রণালয় অন্য কাজকর্মে ব্যস্ত থাকার কারণে সিএএ নিয়ে বিধি প্রণয়ন করতে পারেনি। খুব শীঘ্রই এই ব্যাপারে আইন প্রণয়ন করা হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct