আইভরি কোস্টের স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে এই ভাষণ দেন বর্তমান প্রেসিডেন্ট ওয়াতারা। সেই ভাষণে তিনি দেশটির প্রায় ৮০০ ব্যক্তির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। ক্ষমা পাওয়া ব্যক্তিদের মধ্যে সাবেক ফার্স্ট লেডি সিমোন বাগবোও রয়েছেন।
সিমোন বাগবো দেশটির সাবেক প্রেসিডেন্ট লঁরা বাগবোর স্ত্রী। লঁরা বাগবো ২০০০ থেকে ২০১১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। গত সপ্তাহে আইভরি কোস্টের সুপ্রিম কোর্ট এক আদেশে সিমোন বাগবোকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ থেকে দেওয়া খালাসের বিষয়টি বাতিল করেন।
লঁরা বাগবো সাত বছর ধরে হেগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) হেফাজতে আছেন। ২০১০ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতার সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ২০১৬ সাল থেকে আইসিসিতে লঁরা বাগবোর বিচার চলছে।
তৎকালীন প্রেসিডেন্ট লঁরা বাগবোকে ক্ষমতায় টিকিয়ে রাখতে বিভিন্ন অপরাধে জড়িত হওয়ার অভিযোগ রয়েছে সিমোন বাগবোর বিরুদ্ধে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct