লেবাননের রাজধানী বেইরুটে মঙ্গলবার এক ভয়াবহ বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৭৮ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এ ছাড়া এই বিস্ফোরণে কমপক্ষে ৪ হাজার মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এ ঘটনায় লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বুধবার সারাদেশে জাতীয় শোক ঘোষণা করেছেন। বিস্ফোরণের প্রাবল্য বেশ কয়েকটি বাড়ি ধসে পড়েছে। বন্দর এলাকার এই বিস্ফোরণে শুধু বেইরুট নয়, শহর থেকে ১৫০ মাইল জুড়ে কম্পন অনুভূত হয়।
জানা গেছে বেইরুটের একটি গুদামে প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ ছিল। সেই রাসায়নিক দ্রব্য বিস্ফোরিত হয়েছিল মঙ্গলবার। এব্যাপারে লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াবের উদ্ধৃতি দিয়ে এক মুখপাত্র জানান, এটি অগ্রহণযোগ্য যে, কোন ধরণের সুরক্ষা ব্যবস্থা ছাড়া প্রায় ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট একটি গুদামে ছয় বছর ধরে ছিল। এই অন্যায় কাজ বরদাস্ত করা হবে না।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct