অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো শুরু হচ্ছে বুধবার ৫ আগস্ট। বাবরি মসজিদ ভেঙে সেই স্থানে রামমন্দির গড়ে তোলায় এবার এক বিজেপি নেতা দিল্লির বাবর রোডের নাম পরিবর্তনের দাবি তুললেন। দিল্লি বিজেপির প্রাক্তন সভাপতি ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল দাবি করেছেন, বাঙালি মার্কেটের কাছে থাকা বাবর রোডের নাম ৫ আগস্ট পরিবর্তন করে অন্য নাম রাখা হোক। এ ব্যাপারে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন যেখানে বাবর রোডের নামের উপর কালো কালিতে ক্রস চিহ্ন দিয়ে তার সামনে দাঁড়িয়ে রয়েছেন বিজয় গোয়েল। গোয়েল ইতিমধ্যে বাবর রোডের নাম পরিবর্তনের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ও দিল্লি পুর নিগমকে চিঠি লিখেছেন।
তবে এক সাংবাদিক সম্মেলনে বিজয় গোয়েল বলেন, বহিরাগত বাবর ভারত আক্রমণ করেছিলেন। অযোধ্যায় রামমন্দির ধ্বংস করেছেন। প্রধানমন্ত্রী অযোধ্যায় বুধবার যাচ্ছেন রামমন্দিরের ভূমিপুজো করতে। তাই এটাই সেরা সময় ৫ আগস্ট থেকে দিল্লিতে বাবর রোডের নাম পরিবর্তনের।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct